ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে আক্রান্ত আরও ৩৬, সুস্থতা বেড়ে ৫২৭

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে নতুন করে প্রেসক্লাবের সভাপতিসহ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৩৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হলেও বেঁচে ফিরেছেন ৫২৭ জন। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যলয়ের দেয়া তথ্যমতে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে ৭৫ জনের নমুনা পাঠানো হয়। গতরাতে প্রাপ্ত রিপোর্টে ৩৬ জনের করোনা চিহ্নিত হয়েছে। এদের মধ্যে সদরে ২৬,পাংশায় ৬ ও কালুখালীতে ৪ জন।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় (২৫ জন)। তাদেরকে রাজবাড়ীর সদর হাসপাতালের ডেডিকেটেড কোভিড ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৩৭৩ জন। তবে, অর্ধেকেরও বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি