ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাউফলে করোনায় হোটেল ব্যবসায়ীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২৩ জুলাই ২০২০

পটুয়াখালীর বাউফলে করোনায় এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নিতাই চন্দ্র পাল (৫৮)। বুধবার বিকেলে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে পৌর সদরের ১নম্বর ওয়ার্ডের অর্জুন পালের ছেলে। ঢাকার তাঁতীবাজার এলাকায় শ্রীকৃষ্ণ ভোজনালয় নামে নিরামিষবোজীদের একটি খাবার হোটেল পরিচালনা করতেন।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে অসুস্থ হয়ে ঢাকা থেকে বাড়ি এসে জেলা সদরের হাসপাতালে নমুনা দিলে ১৭ জুলাই (শুক্রবার) করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। এরপর হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিলেও এই অবস্থার অবনতিতে হওয়ায় বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আক্তার-উ-জ্জামান বলেন,‘স্বাস্থ্য বিধি মেনেই তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে বাউফলে করোনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি