ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

তুরাগসহ আশপাশের নদীগুলোর দু`পাশে বৃক্ষরোপন কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৬, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৮:০৭, ২৩ জুলাই ২০২০

তুরাগসহ ঢাকার আশপাশের নদ-নদীর দু'পাশে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে । বৃহস্পতিবার সকালে নদীর সীমানা নির্ধারণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

কর্মসূচির আওতায় টঙ্গীর তুরাগ নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দু'পাশে বৃক্ষরোপণ কর্মসূচি ও সীমানা নির্ধারণ করে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ। এসময় মন্ত্রী টঙ্গী নদী বন্দর পরিদর্শন ও বালু নদীর তীরেও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
 
পরিদর্শন শেষে নৌ পরিবহনমন্ত্রী বলেন, তুরাগসহ ঢাকার আশেপাশে নদনদীগুলোর নাব্যতা ও সৌন্দর্য্য ফিরিয়ে আনতে আজকের এই কর্মসুচী। তবে, সীমানা নির্ধারণের কিছু জটিলতা থাকায় এখনো পূর্নাঙ্গরুপে সৌন্দর্য্য ফিরে আনতে পারছি না। কর্মসূচিতে বিআইডব্লিউটিএ ও নৌ পরিহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি