ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নওগাঁয় বিচারকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ২৩ জুলাই ২০২০

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর পক্ষে জেলার বিচার বিভাগের বিচারক ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার খাদ্যমন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের প্রচার ও উপ প্রকাশনা সম্পাদক রনজিত সরকার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ.কে.এম.শহীদুল ইসলামের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। এসব সামগ্রীর মধ্যে ৩ হাজার পিচ মাক্স, ১ হাজার পিচ হ্যান্ড গ্লাবস ও ১ হাজার পিচ হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজউল ইসলাম, সহকারী জজ তৌহিদুজ্জামান ও বিজ্ঞ পিপি আব্দুল খালেক প্রমুখ। এর আগে মন্ত্রী জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক,নার্সসহ কর্মকর্তাদের বিপুল পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি