ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাসিরনগরে দুই`শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৫, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৮:৫৬, ২৩ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  গরিব ও  অসহায় দুইশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সেচ্ছাসেবী সংগঠন লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতিসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও গরীব দুই'শ পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ৫'শ টাকা করে দেয়া হয়।
 

প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর পক্ষে তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মো. আরিফ ইকবাল এই টাকা বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, বুড়িশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল চৌধুরী, নাছির চৌধুরী, ওয়াজ্জিল চৌধুরী, আল-আমিন চৌধুরী, নুর হোসেন চৌধুরী, রফিক চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি