কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ২২:০৬, ২৩ জুলাই ২০২০
সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজারে কবিরুল ইসলামের ঘরের ২য় তলায় বিল্ডিংয়ের কাজ চলাকালীন সময় নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। নিহতের নাম মফিজুল ইসলাম (৪২)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মফিজুল ইসলাম কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, দমদম বাজারের কবিরুল ইসলামের দ্বিতীয় তলার বিল্ডিং নির্মাণের কাজ করতে কার্নিশে একটি সেন্টারিং কেঁটে পেরেক মারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানে মারা যান মফিজুল ইসলাম।
কেআই/