ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ

এম হেদায়েত,সীতাকুণ্ড

প্রকাশিত : ২৩:১৯, ২৩ জুলাই ২০২০

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সাগর উপকূল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে। সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়নের সীমান্তবর্তী নড়ালিয়া সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীরা স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেন। এতে দুই এলাকার চেয়ারম্যানই থানাকে ফোন করে এ ঘটনা জানান।

খবর পেয়ে থানার ওসি সেখানে এসআই ইলিয়াছ হোসেনকে পাঠান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির কোন পরিচয় না পাওয়ায় খবর দেওয়া হয় সিআইডিকে। সিআইডি সেখানে পৌঁছে লাশের ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। একইভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। সব শেষে বিকাল ৩টার দিকে লাশটি মর্গে পাঠানো হয়। 

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, মৃতদেহটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। অজ্ঞাত কোন কারণে কয়েকদিন আগে লোকটির মৃত্যু হয় বলে আমরা ধারণা করছি। তার শরীরে পচন ধরেছে। তবে শরীরে তেমন কোন বড় আঘাতের চিহ্ন নেই। তাই আমরা আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি। পরবর্তী প্রযুক্তি ব্যবহার বা অন্য কোনভাবে তার পরিচয় পাওয়া গেলে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি