ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন স্থানে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:৫০, ১৪ এপ্রিল ২০১৭

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের জন্মদিন। ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিনের শুভসূচনা করা হয়। এছাড়াও রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভাসহ নানা আয়োজন।
প্রিয় টেলিভিশন চ্যানেলের জন্মদিন। তাই দেশের বিভিন্ন স্থানে দর্শক ও শুভানুধ্যায়ীদের এই আয়োজন।
রাত ১২ টা ১ মিনিটে গাইবান্ধা প্রেসক্লাবে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে - গানের মধ্য দিয়ে কেক কেটে একুশের জন্মদিন পালন করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।
একুশে টেলিভিশনের ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে নরসিংদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে নড়াইলের লোহাগড়া ও জেলা শহরে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে লোহাগড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রাজবাড়ীতে একুশে ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপিত হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি