ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাগলনাইয়ায় দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত 

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৯, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর ছাগলনাইয়ায় দুপক্ষের গোলাগুলিতে নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শুভপুরে এ ঘটনা ঘটে।

নিহত নজরুলের বাড়ি একই উপজেলার জয় চাদঁপুর গ্রামে। 

ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ  উদ্দিন সাংবাদিকদের জানান, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে পড়ে থাকতে দেখে ৷ পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।’

তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি