ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৪, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আব্দুল হাকিম (২৩) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইলহাঁস গ্রামের পদ্মবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল হাকিম আইলহাঁস গ্রামের শাহাবউদ্দিন আহম্মেদের ছেলে। 

আইলহাঁস ইউনিয়নের ৯ ওয়ার্ডের কাউন্সিলর ওল্টু রহমান জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে আর বের হয়ে আর ফেরেনি আব্দুল হাকিম। আজ সকালে আইলহাঁস গ্রামের পদ্মবিলে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।’
 
পুলিশ জানায়, আব্দুল হাকিম একই এলাকার হাসিবুল হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে সে জামিনে মুক্ত হয়ে ঢাকায় অবস্থান করছিল। কিছুদিন আগে সে গ্রামে ফিরে আসে। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ‘বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির কাছের পদ্মবিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তার মাথায় ক্ষত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি