ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে মিলন হোসেন (৩৫) নামে এক বিদ্যুত শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলার মদনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিলন একই গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে। 

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শামসুল হক জানান, 'শুক্রবার সকালে মদনা গ্রামের খালেকুজ্জামানের বাড়িতে কাজ করছিলেন বিদ্যুত শ্রমিক মিলন। এ সময় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি