ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

করোনা উপসর্গে সাতক্ষীরায় ৩ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৯, ২৪ জুলাই ২০২০

করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধা ও উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১৯ ও উপসর্গে ৫৩ জনের মৃত্যু হলো।

জেলা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, সদর উপজেলা নেবাখালী জগন্নাথপুর গ্রামের মৃত অজিহার রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন (৭০), দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল গফফারের স্ত্রী মরিয়ম খাতুন (৫৫) ও কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের নুরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, 'গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন করোনায় আক্রান্ত আলফাজ উদ্দীন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

এদিকে, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তির পরপরই মারা যান মরিয়ম খাতুন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

অার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের লায়লা বেগম রাতে তার নিজ বাড়িতে মারা যান।
 
এর আগে গত বুধবার (২২ জুলাই) তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি। 

তিনি জানান, 'স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।'

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি