ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২৪ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় খাদিজা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত খাদিজা চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডের বিল্লাল হোসেনের স্ত্রী।

জেলা সদর হাসপাতালের অবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিম কবির জানান, 'বৃহস্পতিবার সকালে খাদিজা বেগম শ্বাসকষ্ট, ডায়বেটিক ও কিডনি সমস্যা নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হন। পরে নমুনা নেয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, সেখানে পৌঁছানোর আগেই রাত দেড়টার দিকে পথেই খাদিজা মারা যান।'

তিনি বলেন, 'আজ সকালে স্বাস্থ্যবিধি মনে তার লাশ দাফন করা হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কী-না রিপোর্ট হাতে পেলে জানা যাবে'

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি