ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সিংড়ার মেয়র 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ২৪ জুলাই ২০২০

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ময়লাযুক্ত গলা পানিতে নেমে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার সকালে পারসিংড়ার বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, ময়লাযুক্ত গলা পানিতে নেমে পানিবন্দী হতদরিদ্র মানুষের খোঁজ-খবর নিচ্ছেন মেয়র। 

কর্মহীন পরিবারের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রীর প্যাকেট। এদিকে জেলার সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা সিংড়া পৌরসভা। আর এই করোনা ভাইরাস ও কোন রোগ-বালাইকে তোয়াক্কা না করে বন্যার্ত কর্মহীন মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সিংড়ার পৌর মেয়র। 

এসময় উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর লাবু মিয়া, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল প্রমুখ।

মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, বন্যায় বিভিন্ন রোগ-বালাই ও পোকা-মাকড় এর আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সচেতন করার পাশাপাশি কর্মহীন ও হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি