ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩০৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ২৪ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে মৃত ৫৫ বছর বয়সী আরও একজনের করোনা পজেটিভ এসেছে। তিনি বুধবার সন্ধ্যায় রংপুরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হলো। 

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলারই চারজন। অপরজন বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৬ জন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ‘ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্ত চারজনের মধ্যে আকচা ইউনিয়নে একই পরিবারের বাবা-মা ও সন্তানসহ তিনজন, জামালপুর ইউনিয়নের মহেষালীতে ২২ বছর বয়সী এক যুবক ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি এলাকার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি