ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩০৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মৃত ৫৫ বছর বয়সী আরও একজনের করোনা পজেটিভ এসেছে। তিনি বুধবার সন্ধ্যায় রংপুরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হলো। 

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলারই চারজন। অপরজন বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৬ জন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ‘ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্ত চারজনের মধ্যে আকচা ইউনিয়নে একই পরিবারের বাবা-মা ও সন্তানসহ তিনজন, জামালপুর ইউনিয়নের মহেষালীতে ২২ বছর বয়সী এক যুবক ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি এলাকার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি