ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ৪২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২  

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০৫, ২৪ জুলাই ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে র‌্যাব ১৩ বিশেষ এক অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে রাণীশংকৈল উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ নওসাদ আলী (২৪) ও মর্তুজা আলম (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নওসাদ হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও এলাকার এস্তাব আলীর ছেলে ও মর্তুজা একই এলাকার সাইবালীর ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক বিরুধী আইনে মামলা দায়ের করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মাদকসহ দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি