ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁ আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ২৪ জুলাই ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও শাকিল আহমেদ বাদল, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার, অর্থ-সম্পাদক এমএ খালেক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ, জেলা মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাতিশা আলম, জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলায় প্রায় এক লাখ ফলজ, বনজ,ওষধি গাছরোপন করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি