ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্রেজার শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ওই এলাকার ফকিরটোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুছা মুন্সীগঞ্জের ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ সাংবাদিকদের জানান, ‘সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে শনিবার সকালে আসে মুছা। পরে ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তাদের সাথে মধ্যে ধস্তধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মারা যান তিনি।’

এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে বলেও জানান তিনি।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি