ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় আক্রান্ত বেড়ে ৯১৯

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৫ জুলাই ২০২০

নওগাঁয় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণের হার। গতকাল শুক্রবার রাতে প্রাপ্ত  ২৮০টি ফলাফলে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পূর্বে অাক্রান্ত দুইজনের নতুন করে পজেটিভ এসেছে।

আজ শনিবার দুপুরে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।।  

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৪, রানীনগরে ১, আত্রাইয়ে ১, মহাদেবপুরে ৮, বদলগাছিতে ৫, পত্নীতলায় ১০, ধামইরহাটে ৫, নিয়ামতপুরে ৪, সাপাহারে  ১২ এবং পোরশা উপজেলায় ৮ জন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৬ জনকে হোম কোয়ারেন্টইনে নেয়া হয়েছে। আর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন আরও ১৭ জন। ফলে এ ব্যবস্থায় রয়েছেন ১ হাজার ৭১ জন।

এছাড়া আরও দুইজন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৩ জনের।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি