ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলিতে মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ে না

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ২৫ জুলাই ২০২০

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলছে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি। এ কার্যক্রম সফল করতে ও মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করতে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

হাকিমপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত তারুণ্য শক্তির সদস্যরা হিলি বাজারের কাপড় ও ফল পট্টি, পাবনা ষ্টোর মোড়সহ বাজারের বিভিন্ন স্থানে মাইকের মাধ্যমে এ সম্পর্কে সচেতন করেন। এ সময় তারা সকলকে মাস্ক পরিধান করে বাড়ির বাহিরে বের হওয়া ও বাজার করাসহ সব ধরনের কেনাকাটা করার অনুরোধ জানান। 

একইসাথে যারা মাস্ক ছাড়া চলাচল করছেন তাদেরকে ফ্রি মাস্ক উপহার দেয়া হয়। মাস্কবিহীন চলাচল পরিহার করুন, করোনা বিস্তার প্রতিরোধ করুন, এমন কর্মসূচি পালনেরও অনুরোধ জানান জানান তারা। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি