ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সারাদেশে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৪ এপ্রিল ২০১৭


নানা আনুষ্ঠানিকতায় সারাদেশে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিয় টেলিভিশন চ্যানেলের জন্মদিন। তাই দেশের বিভিন্ন স্থানে দর্শক ও শুভানুধ্যায়ীদের এমন আয়োজন।
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ডিআইজি চৌধুরী আব্দুল¬াহ আল মামুন। সিলেট, রংপুর ও বরিশালে এ’ উপলক্ষে র‌্যালি বের হয়। খুলনায় একুশে টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে কেক কাটেন ভাষাসৈনিক মাজেদা আলী।
রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় কেক কেটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছিন্নমূল শিশুরা।
ভালুকা উপজেলা প্রেসক্লাবে নৃত্য পরিবেশন ও কেককাটার মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁয় উদযাপিত হয় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা প্রেসক্লাবে কেক কাটেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করে একুশে ফোরাম।
কেরাণীগঞ্জে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
প্রিয় চ্যানেলের জন্মদিনে লালমনিরহাটে শেখ রাসেল শিশু পার্কে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।
একুশের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারে উদ্বোধন করা হয় ৪দিনের অনুষ্ঠান।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে একুশে টেলিভিশনের বর্ষপূর্তির অনুষ্ঠান হয়েছে। পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভৈরবে দুর্জয় মোড়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপিত হয়।
জয়পুরহাটে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে র‌্যালি বের করা হয়।
ফেনী শহরের পিটিআই স্কুলে বর্ষপূর্তির কেক কাটেন সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম সুরমা।
সুরের ধারার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভোলায়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজন করা হয় ‘একুশে টেলিভিশনের পথচলার ১৭ বছর’ শীর্ষক আলোচনা সভা।
একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি বের করা হয়। এর আগে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিশিষ্টজনেরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি