ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে মাছের পোনা অবমুক্তকরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ২৫ জুলাই ২০২০

মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদাউস আনসারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি