ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিংড়ায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বন্যা কবলিত নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ। শনিবার দুপুরে পানি ভেঙ্গে সিংড়া পৌর এলাকার বেশ কিছু আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। 

আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যাকবলিত অসহায় মানুষদের শান্তনা দেয়ার পাশাপাশি প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিস বানু,শেরকোল ইউনিয়নের চেয়ারম্যন লুৎফুল হাবিব রুবেলসহ ত্রাণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপজেলা অফিস জানায়, সিংড়ার ২২টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে ৩ হাজার পরিবার অবস্থান করছে। তবে সম্পদ হারানোর ভয়ে অনেকেই বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান,বন্যা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি তাদের রয়েছে। এজন্য কাউকে আতঙ্কিত না হয়ে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে অবস্থানের আহবান জানান। দুর্গতদের খাবার ও চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হবে। দুর্যোগের এ সময়ে সবার পাশে থাকাবেন বলেও জানান জেলা প্রশাসক।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি