ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫২, ২৫ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১৫ বোতল ফেনসিডিল, ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) সদস্যরা। এ সময় মাদকবাহী একটি সিএনজিচালিত অটোরিকসাও জব্দ করা হয়।

শনিবার সকালে ও শুক্রবার বিকেলে জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম  স্বপন চৌধুরী-(৩৮)। তিনি আখাউড়া উপজেলার রামধননগরের রোকন উদ্দিনের ছেলে।
বিকেলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকালে আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ ফেন্সিডিল, পৃথক অভিযানে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার বিকেলে  আখাউড়া উপজেলার আজমপুর বাজার এলাকা থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করা হয়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি