আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
প্রকাশিত : ২২:২৫, ২৫ জুলাই ২০২০ | আপডেট: ২২:২৭, ২৫ জুলাই ২০২০
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ই্উনিয়নের শুটকিগাছা গ্রামে বন্যার পানিতে ডুবে হালিমা ও হাবিবা (২) নামে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। নিহত দুই জমজ ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। এতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান ওই দিন সন্ধ্যায় জমজ দুই বোন বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এসময় তারা দুই বোন সবার অজান্তে বাড়ির নিচে জলাবদ্ধ বন্যার পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায় রাত ৮টার দিকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। বন্যার এই সময় সকলকে সর্তক থাকার আহবান জানান তিনি।
কেআই/
আরও পড়ুন