ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বন্যার আরও অবনতি, ত্রাণ না পাওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১০, ২৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা, মধুমতি, আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ফলে জেলার ৫টি উপজেলার ৫৪১টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বন্যাকবলিত অনেক মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও  উঁচু রাস্তায়। বানভাসি এসব এলাকায় দেখা দিয়েছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সংকট।

তবে, বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও ত্রাণ না পাওয়ারও রয়েছে বিস্তর অভিযোগ।

এদিকে, পানিবন্দী এসব মানুষদের মাঝে বাড়ছে পানিবাহিত নানা রোগ-বালাই। এছাড়া পানির নিচে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ফসলি জমি। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি