ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নওগাঁয় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ২৬ জুলাই ২০২০

নওগাঁয় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাই দ্রুত পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে নওগাঁয় মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দ্বিন আলী পিন্টু, কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক এম,এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বলেন,ইতিমধ্যে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। নমুনা সংগ্রহের ১০-১৫দিন পর পাওয়া যাচ্ছে করোনার ফলাফল। যার কারণে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। সাধারণ মানুষকে করোনার রিপোর্ট পেতেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে ৩০ লাখ মানুষের প্রাণের দাবি নওগাঁতে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের। তাই অতিবিলম্বে নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান বক্তারা।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি