ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ২৭ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৫২, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে দোয়ার মাহফিল করা হয়েছে।

সংগঠনটির পক্ষ হতে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাসহ বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়। পরে মোনাজাত শেষে উপজেলা প্রাঙ্গনে গাছের চারাব রোপন ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাংঙ্ক ভুষন পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. নূর আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীলিপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, জেলা ছাত্রলীগ নেতা তানজিল হোসেন অপু প্রমূখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি