ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ২৭ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে (পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, সেলুন শ্রমিক ও ভাসমান কর্মহীন) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে নিরাপদ দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  জহিরুল ইসলাম ভুইয়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে করোনা ভাইরাসের প্রভাবে যাদের জীবিকা নির্বাহ করাটা কষ্টকর হয়ে পড়েছে। করোনাভাইরাসের জন্য যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত ঈদ উপহার চাল, ডাল, চিনি, সেমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা যাতে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে পারেন।
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি