ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে একদিনেই গোলাগুলিতে নিহত ৪ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২, ২৮ জুলাই ২০২০

কক্সবাজারে টেকনাফে দুই গ্রুপের গোলাগুলিতে ৪ ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশিয় তৈরি এলজি ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে নাছির (২৪)।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, ‘গতরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে উল্লিখিত মাদক ও অস্ত্রসহ  চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি