ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুরক্ষা সামগ্রী পেল পাবনা ডায়াবেটিক সমিতি

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৬, ২৮ জুলাই ২০২০

পাবনা ডায়াবেটিক সমিতির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পিপিইসহ করোনা সুরক্ষা সামগ্রী দিলেন দুদকের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু। 

আজ মঙ্গলবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে পিপিই, গ্লাভস, চশমা ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি।

এ সময় পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা রির্পোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতার মাধ্যমে আমরা করোনাকে মোকাবিলা করব। সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে দেশে মৃত্যুর হার অন্য যে কোন দেশের চেয়ে অনেক কম।’ সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি