ভেড়ামারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
প্রকাশিত : ১৭:১১, ২৮ জুলাই ২০২০
কুষ্টিয়ায় ভেড়ামারায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সিএনজিতে থাকা ৫ যাত্রী।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারমাইল এলাকায় ভেগান কোল্ড ষ্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত সিএনজি চালক হাবিবুর রহমানের (৩৫) লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
ভেড়ামারা থানার ওসি মো. শাহজালাল জানান, ‘যাত্রী নিয়ে একটি সিএনজি ঈশ্বরদী যাওয়ার পথে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় ভেগান কোল্ড ষ্টোরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে চালক হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় সিএনজি যাত্রী আশরাফুল, কামাল, করিম. আলিম কাজী ও বাবু।’
নিহত হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক টাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এআই/আরকে//
আরও পড়ুন