ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে ২৪০ অসহায় পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫২, ২৮ জুলাই ২০২০

বাগেরহাটের মোল্লাহাটে করোনা পরিস্থিতি ও ঈদুল আযহা উপলক্ষে অসহায় কর্মহীণ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মোল্লাহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

এসময় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাফফারা তাসনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম সজলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মোল্লাহাট উপজেলার ২৪০টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যের মধ্যে গুরো দুধ, সেমাই, চিনি, গ্লুকোজ, সুজি, পোলাউর চাল রয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি