ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

নারায়ন চক্রবর্ত্তী,সরাইল

প্রকাশিত : ১৯:০৪, ২৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতিদিনই খাদ্য সহায়তা প্রদান করে চলছেন সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এস.এম মোসা। 

মঙ্গলবার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চানপুর, গলানিয়া ও শাহজাদাপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকায় নৌকাযোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে  হাওর বেষ্টিত এলাকায় ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে শুকনো খাদ্য সহায়তা প্রদান করেন।

বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ: এছাড়াও সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে অরুয়াইল ও পাকশিমুইল ইউনিয়নের এলাকায় বন্যা কবলিত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার সন্ধা ৭টা পর্যন্ত শুলাকান্দি মোহিত প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র ও মেঘনা নদীবেষ্টিত নিম্নাঞ্চলে  গিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও পাকশিমুইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অর্ধ-শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- প্রতি পরিবার, চিড়া, গুড়, নুলডস ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। 

তিনি আরও বলেন,জেলা প্রশাসক স্যারের নির্দেশে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম চলছে এটি অব্যহত থাকবে বলে আশা করছি।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি