ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টিফিনের টাকা বাঁচিয়ে স্কুলছাত্রের মাস্ক বিতরণ  

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ২৮ জুলাই ২০২০

ভোলায় করোনাভাইরাসের ফলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে মাস্ক বিতরণ করেছেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রহিম।মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট বিতরণের জন্য ৮'শ মাস্ক তুলে দেন  স্কুলছাত্র রাহিম।

শহরের নতুন বাজার এলাকায় নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে পথচারি, রিক্সাচালকসহ বিভিন্ন মানুষকে মাস্ক তুলে দেয়া হয়।
বেশিরভাগ পথচারি মাস্ক ব্যবহার না করায় তাদের সচেতন করে তুলতে তার বাবা রাজমিস্ত্রী মাকসুদুর রহমানকে অনুরোধ করে মাস্ক সংগ্রহ করে স্কুল ছাত্র রাহিম। 

শিক্ষার্থী রহিমের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার তালতলী এলাকায় হলেও সে চট্টগ্রাম পতেঙ্গা আইডিয়াল স্কুলে পড়াশোনা করেন। রহিম জানান, চট্টগ্রামেও নিজের টিফিনের টাকা বাঁচিয়ে মাস্ক বিতরণ করেছেন।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি