ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে র‍্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ২৮ জুলাই ২০২০ | আপডেট: ২২:০২, ২৮ জুলাই ২০২০

সম্প্রতি দেশের অন্যান্য অঞ্চলের মতো সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী এ জনপদে বন্যা বেশ প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন সরকারি,বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করে এবার সিরাজগঞ্জের বানভাসি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে র‍্যাব-১২।

মঙ্গলবার দুপুরে জেলার বেলকুচিতে ১ হাজার বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করে র‍্যাব-১২ । ঈদুল আজহাকে সামনে রেখে দুর্গত এসব পরিবারকে প্রায় ১৫ দিনের সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেবার পাশাপাশি বেলকুচি পৌরসভা ময়দান ও সিরাজগঞ্জ ভেটেরীনারী কলেজের সামনে থেকে এসব সামগ্রী বিতরণ করে তারা।

এসময় র‍্যাব-১২ অধিনায়ক খাইরুল ইসলাম,বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাসসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রাণ কাজে অর্থায়ন করেছে ইপিলিয়ন ফাউন্ডেশন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি