দুই বছরের মধ্যে ভারত থেকে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৫৫, ১৬ এপ্রিল ২০১৭
আগামি দুই বছরের মধ্যে ভারত থেকে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যেখানে বিদ্যুৎ পৌছানো যাচ্ছে না সেখানে সোলার দেয়া শুরু হয়েছে; পাশাপাশি মিনি গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে একশ’ ভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলে এ’সময় জানান নসরুল হামিদ।
আরও পড়ুন