ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১২ কোটি টাকা আত্মসাত: যমুনা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ২৯ জুলাই ২০২০

সওগাত আরমান

সওগাত আরমান

Ekushey Television Ltd.

বগুড়ায় ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সওগাত আরমান নামের যমুনা ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাকে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। সওগাত ওই ব্যাংকের বগুড়া ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও দুদক সূত্রে জানা গেছে, যমুনা ব্যাংকের পক্ষ থেকে দুদকে সওগাতের বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।  

বগুড়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সওগাতকে গ্রেফতারের পর বগুড়া সদর থানা হেফাজতে নেয়া হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম সওগাতের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি