ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌচাকে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২৯ জুলাই ২০২০

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক মোল্লাবাড়ি এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছে। বুধবার (২৯ জুলাই) নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম ফুলী টাঙ্গাইলের গোপালপুর থানার চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। স্থানীয় ফুড প্রোডাক্টস কারখানায় চাকুরী করতো সে। স্বামী জাহাঙ্গীর বেকার থাকায় প্রায় দুইজনের মধ্যে ঝগড়া হতো বলে জানায় স্বজনরা। 

জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ভাড়াবাসায় স্বামী-স্ত্রী দুইজনে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় স্বামী। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পাশের ভাড়াটিয়ারা ডাক দিতে গিয়ে ফুলির গলাকাটা মরদেহ দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে- ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলা কেটে হত্যার পর তার স্বামী পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি