ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২৯ জুলাই ২০২০

পারিবারিক কলহের জেরে যশোরের বেনাপোল পোর্ট থানায় আপন ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই রাসেল হোসেন (৩২) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেন মিশা (২৪)-কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তারা ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

নিহতের চাচা আব্দুল করিম বলেন, ‘গতরাত ৮টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০টার দিকে আবারও আমজাদ টাকা দাবি চায়। তবে, রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে। একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে ঘাতক আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে।’

লাশ ময়নাাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি