ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৯, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর আলী নতিডাঙ্গা গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে। সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেলে এ ঘটনা ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী সাগর আলী (১২)। সে পার্শ্ববর্তী আঠারখাদা প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছিল। বুধবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গ্রামের নিকটবর্তী মধুখালী মাঠে আবদুল মালেকের পুকুরে গোসল করতে নামে।

এক পর্যায়ে সাগর আলী পানিতে তলিয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর গ্রামের লোকজন তার লাশ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি