ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সুস্থ হয়েছেন ১১৩৫ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৫, ২৯ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ১৯০৫  জনের মধ্যে ১১৩৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন  আক্রান্ত ৪০ জন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মোট আক্রান্ত হয়েছেন ১৯০৫ জন এবং ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় মোট ১১৩৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ আরো বলেন, নতুন করে আক্রান্ত হওয়া ৪০ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, আখাউড়া উপজেলায় ৬ জন, কসবা উপজেলায় ৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন, বিজয়নগর উপজেলায় ১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১ জন রয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট ৩১ জন মারা গেছেন। এখনো আইসোলেশনে রয়েছেন ৭৩৯ জন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি