ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পোরশায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৮, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ২১:৩৯, ২৯ জুলাই ২০২০

নওগাঁর পোরশায় সাপের দংশনে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী নাজরিন বেগম (২৫) ও মেয়ে সোনালী পাখি (৩)। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে শয়ন ঘরে ঘুমের মধ্যে তাদের সাপে দংশন করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান জানান, প্রতিদিনের মত রাতের খাওয়া শেষ করে তারা নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমে থাকা অবস্থায় রাত ১টার দিকে বিষাক্ত সাপে মা-মেয়েকে দংশন করে। অসস্তিবোধ হওয়ার পর তারা চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে পায়ে সাপের কামড় দেখতে পান। এরপর রাতেই তারা স্থানীয় ওঝা দ্বারা ঝাড়-ফুক দেয়া শুরু করে। 
অবস্থার অবনতি হওয়া বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়। এঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম সাপে দংশনের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি