ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শিবচরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৩, ২৯ জুলাই ২০২০

মাদারীপুরের শিবচরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম। বুধবার (২৯ জুলাই) উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের বানভাসীদের জন্য বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না তার নিজ বাড়িতে ৩'শ মানুষের মাঝে ঈদ উপলক্ষে চাল, সেমাই, চিনি, গুড়োদুধসহ অন্যান্য সামগ্রী (১০ কেজি পরিমাণ) বিতরণ করেন। 

বন্যার পানিতে সব হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলো ঈদে এমন উপহার পেয়ে যার পরনাই খুশি হন।

ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না বলেন, এই এলাকার পরিস্থিতিটা বেশ নাজুক। একদিকে করোনা অন্যদিকে বন্যার পানিতে কৃষকের জমি তলিয়ে গিয়ে ধান, গম, পাটসহ সকল শস্যের ক্ষতি করেছে। এ জন্য গ্রামীণ কৃষকদের অভাবের মাত্রাটা আরো বৃদ্ধি হয়ে গেলো। এই অভাবনীয় ক্ষতি পূরণে আমরা সমাজে যারা স্বচ্ছল আছি একযোগে কাজ করার চেষ্টা করছি। সরকারের পাশাপাশি আমরা এগিয়ে না এলে ক্ষতিসাধনের পর কৃষক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

এমন পরিস্থতিতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান শাহাদাৎ মুন্না। 

সর্বগ্রাসী পদ্মা নদীতে ঘরবাড়ি বিলীন হওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি