ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শেরপুরে ৩২ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

শেরপর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ৩০ জুলাই ২০২০

শেরপুরে ইদ্রিস গ্রুপের মালিকানাধীন জিহান ডেইরি ফার্ম ও রশিদা বিড়ি ফ্যাক্টরির শ্রীবরদী কারখানার গুদাম থেকে ৩২ লাখ টাকার বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। 

এ সময় দুই কারখানার সহকারী ম্যানেজার শফিউল আলম ও রুবেল শাহরিয়ারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। 

বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এনএসআই’র তত্ত্বাবধানে (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) জেলা প্রশাসন, র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে জিহান ডেইরি ফার্মের গুদাম থেকে আড়াই লক্ষ বিড়ির প্যাকেটে ও শ্রীবরদী রশিদা বিড়ি ফ্যাক্টরীর কারখানার গুদাম থেকে দেড় লক্ষ বিড়ির প্যাকেটে লাগানো নকল ব্যান্ডরোল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা। 

অভিযানকালে এনএসআই জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান উপস্থিত ছিলেন। 

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি