ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

গাজীপুরে বন্যার আরও অবনতি, শতাধিক গ্রাম প্লাবিত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৬, ৩০ জুলাই ২০২০

রাজধানীর অদূরে গাজীপুরে বেড়েই চলেছে নদ-নদীর পানি। এতে করে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কালিয়াকৈর উপজেলার তিনটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে, কালিয়াকৈরের  সুত্রাপুর, ঢালজোড়া ও শ্রীফলতলী ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার ও অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের খামার। 

এদিকে বন্যার পানিতে এসব অঞ্চলের অনেক ফসল ও সবজিক্ষেত ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি আশ্রায়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি