ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়ায় ব্যাপক কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৩০ জুলাই ২০২০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়- যেহেতু দেশজুড়ে চলছে করোনা মহামারী, তাই এ সময়ে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে সিমিত আকারে জাতীয় শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে পহেলা আগস্ট থেকেই নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, ১৫ আগস্ট রাত ১২টা ০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, পাড়া মহল্লায় মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব-দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ। 

এছাড়াও ওইদিন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশুদের নিয়ে আয়োজন করা হবে চেতনায় বঙ্গবন্ধু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি