ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়ায় ব্যাপক কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৩০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়- যেহেতু দেশজুড়ে চলছে করোনা মহামারী, তাই এ সময়ে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে সিমিত আকারে জাতীয় শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে পহেলা আগস্ট থেকেই নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, ১৫ আগস্ট রাত ১২টা ০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, পাড়া মহল্লায় মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব-দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ। 

এছাড়াও ওইদিন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশুদের নিয়ে আয়োজন করা হবে চেতনায় বঙ্গবন্ধু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি