ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের নিচে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ৩০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছন দুই মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাওয়ার পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। আটক করা হয়েছে ট্রাকের চালক জয়নাল আবেদীনকেও। 

নিহতদের মধ্যে একজনের নাম শরীফ উদ্দিন (২০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হলেও পিতার নাম জানা যায়নি। অপরজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ দুটি ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি