ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দোহারে বানভাসিদের পাশে স্বেচ্ছাসেবক লীগ 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৩০ জুলাই ২০২০

ঢাকার দোহার উপজেলার চর-লটাখোলা এলাকায় দুই শতাধিক বানভাসি দুস্থ অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে দোহার উপজেলা স্বেচ্চাসেবক লীগ।

আজ বৃহস্পতিবার সকালে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক লীগ প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছি। তারই ধারাবাহিকতায় আজ দোহারের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা যতদিন থাকবে ততদিন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বন্যা কবলিতদের পাশে থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, মিজান চোকদার, সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মালেকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এআই/এমবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি