ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে মৎস্য ঘের থেকে বিরল প্রজাতির ঈগল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৩০ জুলাই ২০২০

বাগেরহাটে মৎস্য ঘের থেকে একটি বিরল প্রজাতির ঈগল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের মালোপাড়া এলাকা থেকে ঈগলটিকে খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের কাছে ঈগলটি হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের একটি মৎস্য ঘেরের জালে আটকে পড়লে ঈগলটিকে ধরে ফেলে স্থানীয়রা। খবর পেয়ে কমিউনিস্ট পার্টির নেতা ফররুখ হাসান জুয়েল ঈগলটিকে বাগেরহাট শহরে তার নিজ বাড়িতে এনে রাখেন। পরবর্তীতে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের কাছে ঈগলটিকে হস্তান্তর করেন তিনি।

ঈগলটিকে খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগে নিয়ে প্রথমে চিকিৎসা করানো হবে। পরবর্তীতে সম্পূর্ন সুস্থ্য হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ শাহিন।

শাহিন বলেন, ফররুখ ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে আমরা ঈগলটিকে নিয়ে যাচ্ছি। খুলনায় নিয়ে প্রাণি বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা করানো হবে। পরবর্তীতে সুস্থ্য হলে এটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

কমিউনিস্ট পার্টির নেতা ফররুখ হাসান জুয়েল বলেন, কাফুরপুরা গ্রামের একজনের মাধ্যমে জানতে ওই এলাকায় একটি ঈগল ধরা পড়েছে। খোজ খবর নিয়ে যে বাড়িতে রাখা হয়েছিল তাদের কাছ থেকে আমি ঈগলটিকে নিয়ে আসি। সামাজিক বন বিভাগের সাথে যোগাযোগ করলে তারা খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের নাম্বার দেয়। আমি মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করলে তারা এসে ঈগলটিকে নিয়ে যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি